লা লিগার শিরোপার দৌড়ে রাফিনিয়ার জোড়া গোলে রিয়াল মাদ্রিদের ওপর চাপ বাড়িয়ে শীর্ষে বার্সেলোনা। শনিবার রাতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও সংহত করেছে কাতালান ক্লাবটি।
আজ রাতে আলাভেসের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। জিততে না পারলে ১৭ রাউন্ডে বার্সার সঙ্গে ব্যবধান হয়ে যাবে ৬ বা ৭।
গতকাল রাতে বার্সেলোনা ক্যাম্প ন্যুতে জিতেছে রাফিনিয়ার জোড়া গোলে।
দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে মোট ১৩টি শট নিয়েও ওসাসুনার রক্ষণ ভাঙতে পারেনি বার্সেলোনা।
এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারই যেন তাতিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে।
এরপর থেকে লা লিগায় তারা টানা সপ্তম ম্যাচে জিতল। ওসাসুনার বিপক্ষে তারা এবার রীতিমতো একপেশে দাপট দেখিয়েছে।


