খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪

শাহাদাত-নাজিবউল্লাহর ব্যাটে জয়ে শুরু চট্টগ্রামের

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের জয় ৭ উইকেটে। সিলেটের করা ১৭৭ রান ৯ বল হাতে রেখেই টপকে গেছে চট্টগ্রাম।

বিপিএল অভিষেকে ৫৭ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখেন শাহাদাত। নাজিবউল্লাহ জাদরান করেন ৩০ বলে ৬১ রান। দুজনের ৬৮ বলে ১২১ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় গত আসরে সবার শেষে থাকা দলটি।

অথচ অনেক আগেই ফিরতে পারতেন ম্যাচ জেতানো দুই ব্যাটসম্যান। ২৬ রানে শাহাদাতের ফিরতি ক্যাচ নিতে পারেননি বেনি হাওয়েল। আর তিনবার বেঁচে যান নাজিবউল্লাহ; ১৮ রানে তার সহজতম ক্যাচ ছাড়েন তানজিম সাকিব, ২৫ রানের সময় ডাইভ দিয়েও ধরতে পারেননি নাজমুল হোসেন শান্ত এবং ৩৪ রানে একই ভুল করেন রিচার্ড এনগারাভা।

ওই দুই ব্যাটসম্যানকে চারবার সুযোগ দেওয়ার মাশুল গুনে পরাজয়ে যাত্রা শুরু করল গত আসরের রানার্স-আপরা। ফলে বৃথা গেল জাকির হাসানের ক্যারিয়ার সেরা ৭০ রানের ইনিংস।

শেষ তিন ওভারে চট্টগ্রামের যখন ২৯ রান দরকার তখন এক ওভারেই ১৫ রান দিয়ে ফেলেন তানজিম। হাতছাড়া হতে বসা ম্যাচ বাঁচানোর চেষ্টায় আসেন নিজের আগের দুই ওভারে স্রেফ ৯ রান দেওয়া মাশরাফি। কিন্তু পারেননি। তার প্রথম তিন বলেই দুই ছক্কা ও ১ চারে ম্যাচ শেষ করে দেন নাজিবউল্লাহ।

৩০ বলের বিস্ফোরক ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কা মারেন এই আফগান।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৭৭/২ (মিঠুন ৪০, শান্ত ৩৬, জাকির ৭০*, টেক্টর ২৬*; শুভাগত ১-০-১২-০, আল আমিন ৪-০-৩৫-০, বিলাল ৪-০-৩০-০, শহিদুল ৪-০-৩৪-০, নিহাদউজ্জামান ৪-০-৩১-১, ক্যাম্ফার ৩-০-৩৫-১)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৮.৩ ওভারে ১৮০/৩ (আভিশকা ৩৯, তানজিদ ২, ইমরানউজ্জামান ১১, শাহাদাত ৫৭*, নাজিবউল্লাহ ৬১*; টেক্টর ৩-০-১৬-০, তানজিম ৪-০-৪৮-০, এনগারাভা ৩-০-১৭-১, নাজমুল ৩-০-৩০-১, মাশরাফি ২.৩-০-২৫-১, হাওয়েল ২-০-২৬-০, কাটিং ১-০-১৫-০)

ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নাজিবউল্লাহ জাদরান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy