বিশ্বকাপ ব্যর্থতার পর স্বস্তির জয় পেলো ইংল্যান্ড
এবারের বিশ্বকাপে নিজেদের ভরাডুবির পর অবশেষে জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়েস্ট-ইন্ডিজ সফরে সিরিজের দ্বিতীয় ম্যাচে এই জয়ের দেখা পায় ইংলিশরা। সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়া ইংল্যান্ড এই জয়ের মধ্যে দিয়ে সিরিজে সমতা আনলো।
অ্যান্টিগায় টসে হেরে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৩৯.৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করে। ইংল্যান্ড পেসারদের দাপটে মাত্র ২৩ রানেই ৪ উইকেট হারায় শাই হোপের দল। সেই বিপর্যয় সামাল দিয়ে অধিনায়ক হোপ শেরফান রাদারফোর্ডকে নিয়ে ১২৯ রানের জুটি গড়েন। তবে এই জুটি ভাঙার পর ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। শেষ ৫০ রানেই ৬ উইকেট হারায় তারা। শাই হোপ ৬৮ বলে ৬৮ এবং শেরফান রাদারফোর্ড ৮০ বলে ৬৩ রান করেন। বিশ্বকাপে ব্যর্থ ২৫ বছর বয়সী স্যাম কারেনের ঘূর্ণি জাদুতে গুড়িয়ে যায় ওয়েস্ট-ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ৩ উইকেট নিয়েছেন কারেন ও লিভিংস্টোন, রেহান ও আটকিন্সন নিয়েছেন দুটি করে উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন ফিল সল্ট ও উইল জ্যাক। সল্ট ২১ রানে ফিরে গেলেও জ্যাকের ব্যাট থেকে আসে ৭৩ রান। মাঝে ক্রেলি এবং বেন ডাকেট দ্রুত ফিরে গেলেও হ্যারি ব্রুক ৪৩ এবং জস বাটলার ৫৮ রানে অপরাজিত থেকে ১৭.১ ওভার এবং ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নিয়ে যান ইংলিশদের।
আগামী ৯ ডিসেম্বর সিরিজ নির্ধারণী ম্যাচ খেলবে দুই দল।