মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৃহস্পতিবার ভোর রাত থেকেই অনবরত বৃষ্টি হচ্ছে ঢাকায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে শেষ হয় প্রথম দিনের খেলা। তাই পরদিন সকাল সাড়ে নয়টার জায়গায় সোয়া নয়টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয় নি।
বৃষ্টির কারণে কাভারে ঢেকে রাখা হয়েছে মিরপুর শেরেবাংলার পিচ ও মাঠের একাংশ। মাত্রা প্রবল না হলেও তাতে খেলা শুরু করার অবস্থা নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে জানা গেছে, আজ সারাদিন ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা আছে এমনকি আগামীকালও বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার থেকে আকাশ পরিষ্কার হতে পারে।
মেঘাচ্ছন্ন আবহাওয়ায় মিরপুর টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ অলআউট হয়েছে ১৭২ রানে। জবাবে স্রেফ ১২.৪ ওভারে ৫৫ রান করতে ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের চেয়ে এখনও ১১৭ রানে পিছিয়ে রয়েছে কিউরা। স্পিন সহায়ক উইকেটে মেঘাচ্ছন্ন কন্ডিশনে প্রথম দিন পড়েছে ১৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৬.২ ওভারে ১৭২ (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, শাহাদাত ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩*, তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, এজাজ ১৭-৬-৫৪-২, স্যান্টনার ২৮-৭-৬৫-৩, ফিলিপস ১২-১-৩১-৩)
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১২.৪ ওভারে ৫৫/৫ (ল্যাথাম ৪, কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১২*, ব্লান্ডেল ০, ফিলিপস ৫*; শরিফুল ১-১-০-০, মিরাজ ৬-১-১৭-৩, তাইজুল ৫.৪-০-২৯-২)