স্পিনারদের দাপটে দিন শেষে ম্যাচে ফিরলো বাংলাদেশ
সিরিজের ২য় ও শেষ টেস্টে বাংলাদেশী ব্যাটসমেনদের ব্যর্থতাটাকে ঢেকে দারুনভাবে প্রথম দিন শেষ করেছে দলের স্পিনাররা। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের স্পিন ভেল্কিতে চালকের আসনে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ দল। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে শেষ হয়েছে প্রথম দিনের খেলা। ২১ ওভার খেলার কথা থাকলেও দিন শেষে ১২.৪ ওভার খেলে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ৫ উইকেটে ৫৫ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হওয়ায় এখনও ১১৭ রানে পিছিয়ে আছে কিউইরা।
সকালে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরপুরের স্পিনার বান্ধব উইকেটে নিউজিল্যান্ডের স্পিন পরীক্ষার সামনে ত্রিশ পেরোতে পেরেছেন স্রেফ দুই বাঙালি ব্যাটসমেন। বাংলাদেশের প্রথম ব্যাটসমেন হিসেবে ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউট হওয়া মুশফিক খেলেছেন ৩৫ রানের ইনিংস এবং শাহাদাত হোসেন করেছেন ৩১ রান। মেহেদী হাসান মিরাজ ২০ রান যোগ করেন তাদের সাথে। ফলে মাত্র ৬৬.২ ওভার খেলে ১৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।
বাংলাদেশের দেয়া ১৭২ রানের লক্ষ্যে তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ডেভন কনওয়েকে ফিরেছে মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে। এরপর একে একে ফিরেছেন টম ল্যাথাম, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন এবং টম ব্লান্ডেল। দলের হয়ে ১৪ বলে সর্বোচ্চ ১৩ রান করেছেন উইলিয়ামসন। দিন শেষে ১২.৪ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৫৫ রান তোলে নিউজিল্যান্ড। মিরপুরের স্পিনস্বর্গে মিরাজ নিয়েছেন ৩ উইকেট, তাইজুল পেয়েছেন ২টি। স্পিনারদের স্বর্গরাজ্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিন ১৫ উইকেট তুলে নেয় দুই দলের স্পিনাররা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৬.২ ওভারে ১৭২ (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, শাহাদাত ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩*, তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, এজাজ ১৭-৬-৫৪-২, স্যান্টনার ২৮-৭-৬৫-৩, ফিলিপস ১২-১-৩১-৩)
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১২.৪ ওভারে ৫৫/৫ (ল্যাথাম ৪, কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১২*, ব্লান্ডেল ০, ফিলিপস ৫*; শরিফুল ১-১-০-০, মিরাজ ৬-১-১৭-৩, তাইজুল ৫.৪-০-২৯-২)