মিরপুর টেস্টের ২য় দিনের খেলা বৃষ্টি কারণে বিলম্বিত
আলোক স্বল্পতার কারণে মিরপুর টেস্টে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট আগে শেষ হয়। তাই দ্বিতীয় দিনের খেলা নিধারিত সময় থেকে ১৫ মিনিট আগে শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে তা শুরু হচ্ছে না। বুধবার রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় এমনিতেই আউটফিল্ড ভারি হয়ে ছিল। এরপর সকালে থেকেও গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় উইকেট কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিই বাগড়া দিচ্ছে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে। প্রতিকূল আবহাওয়ায় তাই ২য় দিনের খেলা হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে। খেলোয়াড়রা মাঠে এলেও ড্রেসিংরুমে সময় পার করছেন। মুশফিকুর রহিমকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে।
প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ সিরিজের শেষ টেস্টেও ভালো অবস্থায় আছে, বলা যায়। বিশেষ করে কাল শেষ বিকেলে নিউজিল্যান্ডের করা ৫৫ রানেই পাঁচ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।