সৌদি আরবের ক্লাবেই গেলেন রোনালদো
গুঞ্জন ছিলই এতদিন। অবশেষে এবার তা বাস্তবায়িত হল। সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ চলাকালীন ম্যান ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সি আর সেভেনের । বিশ্বকাপ জয়ের স্বপ্নও পূরণ হয়নি। এই পরিস্থিতিতে রোনালদোর ক্লাব ফুটবলর ভবিষ্যৎ কী হতে চলেছে, সেদিকেই তাকিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা। অবশেষে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ এই সুপার স্টার ।
সৌদি আরবের এই ক্লাবের তরফে রোনালদোর যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা করেছে। বাৎসরিক ৭৫ মিলিয়ন ডলারে ক্লাবটির সঙ্গে চুক্তি সই করেছেন তিনি। দলের জার্সি হাতে নিয়ে রোনালদোর একটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছে দলটি।
চুক্তির কথা ঘোষণা করে আল-নাসেরের বিবৃতির বিষয়ে রোনালদো বলেছেন, ‘আমি একটি ভিন্ন দেশে একটি নতুন ফুটবল লিগ উপভোগ করার জন্য উন্মুখ হয়ে আছি’।
তিনি আরও বলেন, ‘আল নাসের সৌদি আরবে পুরুষ এবং মহিলা ফুটবল উভয় ক্ষেত্রেই যা উন্নতি করছে তা খুবই অনুপ্রেরণাদায়ক। বিশ্বকাপে সৌদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর ফুটবল আকাঙ্খ্যা অনেক বড় এবং অনেক কিছু সম্ভব’।
পর্তুগিজ তারকা আরও যোগ করেন, ‘আমি সৌভাগ্যবান যে আমি ইউরোপীয় ফুটবলে জেতার জন্য যা চেয়েছি সবই জিতেছি এবং এখন অনুভব করছি যে এশিয়ায় আমার অভিজ্ঞতা শেয়ার করার এটাই সঠিক মুহূর্ত। আমি আমার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার জন্য উন্মুখ এবং তাদের সঙ্গে একসঙ্গে ক্লাবকে সাফল্য অর্জনে সাহায্য করার জন্য অপেক্ষা করছি।‘
এদিকে রোনালদোকে ক্লাবে পেয়ে উচ্ছ্বসিত আল নাসের। সৌদি পেশাদার লিগে ৯টি শিরোপা জয়ী ক্লাব এবার স্বপ্ন দেখছেন এশিয়ান চ্যাম্পিয়নস লিগের শিরোপাও। এক বিবৃতিতে আল নাসের জানায়, ‘ইতিহাস গড়ার পথে এগিয়ে যাওয়ার চেয়েও বেশি কিছু এটা। এই চুক্তি শুধু আমাদের ক্লাবকে আরও বড় সাফল্য অর্জনের দিকেই এগিয়ে নেবে না।’