ফিলিপসের সেঞ্চুরিতে উড়ে গেল শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এশিয়ার চ্যাম্পিয়নদের উড়িয়ে দিল এই বিশ্বকাপের ডার্ক হর্স নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে ফিলিপস ঝড়ের পর বোল্টের বোলিং-এ ছন্ন ছাড়া হয়ে যায় সিংহলিরা। ফলে ৬৫ রানের বিশাল জয় তুলে নেয় উইলিয়ামস বাহিনী।
শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এল নিউজিল্যান্ড। ফিলিপসের ১০৪ রান এবং ট্রেন্ট বোল্টের ১৩ রানে ৪ উইকেট। যার ফলে নিউজিল্যান্ডের ১৬৭/৭ রানের জবাবে ১৯.২ ওভারে ১০২ রানে প্যাকেট বন্দী শ্রীলঙ্কা।
টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামলে শুরুতে লংকান স্পিনারদের সামনে কিছুটা ব্যাকফুটে যায়। তাদের স্পিনার থিকসানা চতুর্থ বলেই তুলে নেন ফিন অ্যালেনকে (১)। তৃতীয় ওভারে ধনঞ্জয় ডি’সিলভা ফেরান দুরন্ত ফর্মে থাকা ডেভন কনওয়েকে (১)। চতুর্থ ওভারের শেষ বলে অধিনায়ক কেন উইলিয়ামসকে (৮) তুলে নিয়ে কিউয়িদের অদৃশ্য চাপে ফেলে দেন কাসুন রাজিথা।
৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল তাসমান পারের লোকরা; তখনি ত্রাতা হয়ে আসেন গ্লেন ফিলিপস ও ড্যারি মিচেল জুটি। চাপ কাটিয়ে দলকেবড় সংগ্রহের পথে নিয়ে যান তাঁরা। ৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ফিলিপস । শেষ পর্যন্ত ৬৪ বলে ১০৪ রান করে আউট হন গ্লেন ফিলিপ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান তোলে নিউজিল্যান্ড।
জবাব দিতে নেমে কিইউই বোলার দের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। তাদের দুই ব্যাটার ছাড়া কেউ দুই সংখ্যার কোটা ছুঁতে পারেননি। দাসুন শানাকা নেন ৩৫ এবং রাজাপাকসে নেন ৩৪। ট্রেন্ট বোল্ট ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া স্যান্টনার ও সোদি নেন দুইটি করে উইকেট।