ভারতের মাটিতে জয় পেল মিঠুন-মুমিনুলরা
সময়টা এখন পুরোপুরি অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে। এর বাইরে একটু দম ফেলার ফুরসত নেই কারো। কিন্তু এর মাঝেও বসে নেই বাংলাদেশ ‘এ’ দল। গেছে ভারত সফরে; খেলছে টেস্ট ম্যাচ। সেখানে প্রথম ম্যাচে বড় জয় পেল বাংলাদেশ। তামিল নাড়ু একাদশের বিপক্ষে চার দিনের টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধান এবং ৪ রানে জয় তুলে নিল মোহাম্মদ মিঠুন, মুমিনুল, সাদমান ও তাইজুলরা।
তামিলনাড়ুর এম. এ চিদাম্বারাম স্টেডিয়ামে বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুনের অপরাজিত ১৫৬ এবং সাদমান ইসলামের ৮৯ রানে ভর করে ৯ উইকেটে ৩৪৯ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে তামিল নাড়ু একাদশ তাইজুলদের সামনে দাঁড়াতেই পারেনি।
মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর ফলো অনে পড়ে তাঁরা। রেজাউর রহমান রাজা ৫টি আর তাইজুল শিকার করেন ৪ উইকেট।
ফলো অনে পড়ে দ্বিতীয় বার ব্যাটিংয়ে নেমেও তাইজুল জুজু কাটাতে পারেনি তামিল নাড়ুর প্রতিনিধিরা। বাঁহাতি এই স্পিনারের ভেল্কিতে গুটিয়ে যায় ২৫২ রানে। ফলে ইনিংস ও ৪ রানের জয় পায় বাংলদেশ ‘এ’ দল। তাইজুল নেনে ৫ উইকেট। খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজাও ২টি করে উইকেট নিয়েছেন।