নাটকীয় জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
বিশ্বকাপের যতই দিন যাচ্ছে ততই যেন উত্তেজনা বেড়েই চলছে। একের পর এক ম্যাচ দু’দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মিমাংসা হচ্ছে শেষ ওভারে। তারই ধারাবাহিকতায় সুপার টুয়েল্ভের ম্যাচে আজ আবারও শেষ ওভারের নাটকীয় জয় তুলে নিল বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়ে দিল সাকিব বাহিনী।
ব্রিসবেনের দ্য গ্যাবায় স্নায়ুক্ষয়ী এই ম্যাচে বাংলাদেশের করা ১৫০ রানের জবাব দিতে নেমে ১৪৭ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ফলে ৩ রানে জিতে গেল বাংলাদেশ।
টসে জিতে বাংলাদেশ; ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিতে বাংলাদেশ তুলে ২০ ওভারে ১৫০ রান। জবাব দিতে নেমে তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে জিম্বাবুয়ে আটকে যায় ১৪৬ রানে। শেষ ওভারে জিততে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। সাকিব বল তুলে দেন মোসাদ্দেক হোসেনের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করলেন না তিনি! তবে নাটকীয়তাও কোন অংশে কম ছিল না। অবশেষে রোমাঞ্চ সঙ্গী করে মাঠ ছাড়ল টাইগাররা। এই বিশ্বকাপে দ্বিতীয়বারের মত ম্যাচ সেরা হলেন পেসার তাসকিন আহমেদ।