লিটন-আফিফের ব্যাটে ভর করে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে নির্ভার খেলতে থাকা লিটনের বিদায়ের পরই তছনছ হয়ে যায় বাংলাদেশের জয়ের আশা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে টিম টাইগার্স।
১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথমেই সাব্বির ও মিরাজকে হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। তবে সেই চাপ সামলে নেতৃত্ব দিচ্ছিলেন লিটন দাস ও আফিফ হোসেন। দুজনের ব্যাটে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। তবে মোহাম্মদ নেওয়াজের বলে ছয় মারতে গিয়ে ক্যাচ আউট হন লিটন। করেন ৩৫ রান।
এরপর আরও দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। যা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সোহানের দল। তবে শেষে ইয়াসির আলি কিছুটা লড়াই করে গিয়েছিলেন। তবে তা সময় উপযোগী ছিল না। ইয়াসির আলির অপরাজিত ২১ বলে ৪২ রানের ইনিংসে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করে বাংলাদেশ।
এর আগে বাংলাদেশের সামনে ১৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ওপর ভর করেই ৫ উইকেট হারিয়ে ১৬৭ রানের লড়াকু পুঁজি পায় বাবর আজমরা।
রিজওয়ান ৫০ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। শান মাসুদের ব্যাট থেকে আসে ৩১ রান। আর ২২ রান এনে দেন ক্যাপ্টেন বাবর।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।