কাতার বিশ্বকাপের আগে ইনজুরিতে মেসি
কাতার বিশ্বকাপের আর মাত্র ক’টা দিন বাকি। তার আগেই ফুটবল ভক্তদের জন্য এলো বড় দুঃসংবাদ। চোটে পড়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।
গেল বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে বেনিফিকার বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। সেই ম্যাচে দুর্দান্ত এক গোল করেছেন লিওনেল মেসি। তার ওই গোলের পরও ১-১ গোলের সমতায় হতাশা নিয়ে মাঠ ছেড়েছে গালতিয়ের এর শিষ্যরা।
ওই ম্যাচের ৮১ মিনিটে মেসিকে তুলে নামানো হয় তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড পাবলো সারাবিয়াকে। তখন থেকেই মেসি ভক্তদের মনে উঁকি দিয়েছে গুঞ্জন। তবে তা স্পষ্ট করে তখনই কিছু জানায়নি পিএসজি।
অবশেষ জানা গেল আসল খবর। পায়ের ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। লা লিগায় রাঁসের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের।
মেসির চোট প্রসঙ্গে গালতিয়ের বলেন, ‘সে চ্যাম্পিয়ন্স লিগে (বেনফিকার বিপক্ষে) খেলার সময় তার বদলি নামাতে বলেছিল। পায়ের পেশিতে একটু সমস্যা অনুভব করছে সে। তবে রোববার অনুশীলনে ফিরবেন তিনি।’
শনিবার রাঁসের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। এ ম্যাচে ফরাসি জায়ান্টরা মেসিকে পাচ্ছে না নিশ্চিত ভাবে বলায় যায়। এদিকে পিসজিতে এই মৌসুমে দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিও। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ৮টি গোল। এছাড়া এসিস্ট আরও ৮ গোল।বিশ্বকাপের ঠিক আগে মেসির এমন চোট নিশ্চয়ই ভাবাবে তার ভক্ত-সমর্থকদের।