শেষ ওয়ানডেতেও টাইগারদের জয়, হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওডিআইতে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। ফলে ক্যারিবীয়দের কাছে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দুঃখ ঘুচালো টাইগাররা।
শনিবার গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে মাঠে প্রথমে ব্যাট করা উইন্ডিজ তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ও ৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়ার এক পর্যায়ে ১৪৭ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ৩২ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সোহান-মিরাজ। নুরুল হাসান সোহান ৩২ ও মেহেদী হাসান মিরাজ ১৬ রানে অপরাজিত থাকেন।
সর্বোচ্চ ৫০ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। অধিনায়ক তামিম ইকবাল ৩৪, মাহমুদ উল্লাহ রিয়াদ ২৬ ও মোসাদ্দেক হোসেন ১৪ রান করেন। উইন্ডিজের গুদাকেশ মোতি ২৩ রানে চার উইকেট নেন।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ১৭৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শরিফুল ইসলামের জায়গায় এদিন দলে জায়াগা পাওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন।
অধিনায়ক পুরান একাই টেনেছেন ওয়েস্ট ইন্ডিজকে; ১০৯ বলে খেলেন ৭৩ রানের ইনিংস। এছাড়া কেসি কার্টি করেন ৩৩ রান। রভম্যান পাওয়েলের ব্যাট থেকে আসে ১৮ রান।
ওয়ানডে ফরম্যাটে এ নিয়ে তৃতীয়বার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। ২০০৯ ও ২০২০ সালের পর আবারও বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা।