খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন তামিম ইকবাল

0

অবশেষে অনেক জল্পনা-কল্পনার পর ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শেষে তামিম নিজেই অবসরের ঘোষণা দিয়েছেন।

গত দুই বছর চার মাস ধরে জাতীয় দলের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তামিম ইকবাল। পরিষ্কার করেননি কিছু। এরমধ্যে ৬ মাসের ছুটিও নিয়েছেন এই ফরম্যাট থেকে। হয় টি-টোয়েন্টি সিরিজের সময় ছুটি নিতেন অথবা বিশ্রামে যেতেন৷ এভাবেই চলেছে গত প্রায় আড়াই বছর।

দেশসেরা এই ওপেনার তার ফেসবুক পাতায় অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

এর আগেও অনেকবার তার অবসর নেয়ার গুঞ্জন উঠেছিলো। তামিম ইকবাল শেষ টি-টোয়েটি ম্যাচ খেলেছিলেন ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর আর তাকে দেখা যায়নি এই ফরমেটে।

উল্লেখ্য, ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তামিম ইকবালের। খেলেছেন মোট ৭৮ টি-টোয়েন্টি ম্যাচ। ২৪ গড় ও ১১৭ স্ট্রাইকরেটে মোট ১ হাজার ৭৫৮ রান করেছেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ানও তামিম। অর্ধশতক রয়েছে মোট সাতটি।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy