আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন তামিম ইকবাল
অবশেষে অনেক জল্পনা-কল্পনার পর ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শেষে তামিম নিজেই অবসরের ঘোষণা দিয়েছেন।
গত দুই বছর চার মাস ধরে জাতীয় দলের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তামিম ইকবাল। পরিষ্কার করেননি কিছু। এরমধ্যে ৬ মাসের ছুটিও নিয়েছেন এই ফরম্যাট থেকে। হয় টি-টোয়েন্টি সিরিজের সময় ছুটি নিতেন অথবা বিশ্রামে যেতেন৷ এভাবেই চলেছে গত প্রায় আড়াই বছর।
দেশসেরা এই ওপেনার তার ফেসবুক পাতায় অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’
এর আগেও অনেকবার তার অবসর নেয়ার গুঞ্জন উঠেছিলো। তামিম ইকবাল শেষ টি-টোয়েটি ম্যাচ খেলেছিলেন ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর আর তাকে দেখা যায়নি এই ফরমেটে।
উল্লেখ্য, ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তামিম ইকবালের। খেলেছেন মোট ৭৮ টি-টোয়েন্টি ম্যাচ। ২৪ গড় ও ১১৭ স্ট্রাইকরেটে মোট ১ হাজার ৭৫৮ রান করেছেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ানও তামিম। অর্ধশতক রয়েছে মোট সাতটি।