অধিনায়কত্ব ছেড়ে দিতে চান মুমিনুল
জাতীয় দলের টেস্ট অধিনায়কত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মুমিনুল হক সৌরভ। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় টেস্ট অধিনায়ক ইস্যুতে আলোচনা শেষে এমনটাই জানিয়েছেন মুমিনুল। তবে এ ব্যাপারে পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি।
ব্যাটে হাতে রান খরায় থাকা মুমিনুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন অনেকদিন ধরেই। শ্রীলঙ্কা সিরিজের পর সেটা আরও জোরালো হয়েছে। অবশেষে তিনি নিজেই টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করলেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬.৪৫টায় নিজ গাড়িয়ে পাপনের গুলশানস্থ বাড়িতে প্রবেশ করেন মুমিনুল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আধাঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে বের হয়ে সংবাদমাধ্যমকে নিজের অধিনায়কের পদে না থাকার সিদ্ধান্তের কথা জানালেন মুমিনুল। তবে মুমিনুলের প্রস্তাব বোর্ড কিভাবে গ্রহণ করে এখন সেই অপেক্ষা।
এই বিষয়ে মুমিনুল আরও বলেন, ‘ওরকম কিছু না, আমি বলেছি শুধু যে অধিনায়ক হিসেবে আমি দলে অবদান রাখতে পারছি না। আমার কাছে মনে হয় এই মুহূর্তে কাউকে দায়িত্ব দেওয়া উচিৎ। আমিতো বলে আসছি এখন উনারা কি সিদ্ধান্ত নেয় উনাদের ব্যাপার। আপাতত আমি চাচ্ছি ব্যাটিংয়ে মনযোগ দিতে, আমার জন্য ভালো। সামনে বোর্ড মিটিং আছে, ওখানে উনারা সিদ্ধান্ত নিবে। ’
মুমিনুলের অধীনে ১৭ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ, ড্র হয়েছে দুই টেস্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগারদের দলপতি ছিলেন তিনিই। মুমিনুলের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে সাকিব আল হাসানকে।