করোনা মুক্ত সাকিব ৬০ শতাংশ ফিট
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গত ১০ মে কোভিড পজিটিভ হয়ে নিজের বাসায় আইসোলেশনে ছিলেন সাকিব আল হাসান। যার ফলে চট্টগ্রাম টেস্টের দল থেকে ছিটকে গিয়েছিলেন সাকিব।
তবে করোনাভাইরাস ‘পজিটিভ’ হওয়ার তিন দিনের মাথায় করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে সাকিব আল হাসানের। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সাকিবের বিষয়ে বলেন, সাকিবের শারীরিক অবস্থা বুঝে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।সাকিব কোভিড নেগেটিভ হয়েছে। প্রথম টেস্টে ওকে খেলানো হবে কিনা, সেটি এখনই বলার উপায় নেই। ওর শারীরিক অবস্থা বুঝে মেডিকেল টিমের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে চোটের কারণে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ এমনিতেই পাচ্ছে না নিয়মিত একাদশের দুই ক্রিকেটার স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ফাস্ট বোলার তাসকিন আহমেদকে। এরপর সাকিবের কোভিড পজিটিভ ছিলো দলের জন্য বড় ধাক্কা। তবে তিনদিনের মাথায় সাকিবের রিপোর্ট নেগেটিভ আসায় চট্টগ্রাম টেস্ট শুরুর ২ দিন আগে ভালো খবর পেলো বাংলাদেশ ক্রিকেট দল।
এদিকে শনিবার ম্যাচের আগেরদিন দলের সঙ্গে অনুশীলন করবেন সাকিব। সেখানে ফিটনেস টেস্টসহ শারীরিক ধকলের বিষয়গুলো মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম ম্যাচে সাকিব খেলবেন কিনা সেই ব্যাপারে।