১৭ মিলিয়ন পাউন্ডে বার্সা ছাড়লেন কৌতিনহো
অবশেষে সব জল্পনা-কল্পনাকে সত্যি করে বার্সা ছাড়ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কৌতিনহো। বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। গত কাল রাতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে দুই ক্লাবই।
এর আগে ২০১৮ সালে ১৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্প্যানিশ জায়ান্টরা কৌতিনহোকে দলে ভেড়ালেও, এবার মাত্র ১৭ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারকে ভিলার কাছে বিক্রিই করে বার্সা।
নিজেদের ওয়েবসাইটে বৃহস্পতিবার এক বিবৃতিতে বার্সা জানায়, দুই কোটি ইউরোর বিনিময়ে ক্লাব ছেড়েছেন কৌতিনিয়ো। ভবিষ্যতে ভিলা যদি ২৯ বছর বয়সী এই ফুটবলারকে বিক্রি করে দেয়, সেক্ষেত্রে ‘ট্রান্সফার ফি’-এর ৫০ শতাংশ পাবে কাতালান ক্লাবটি।
এছাড়া নতুন ক্লাবে যোগ দিয়ে কৌতিনহো বলেছেন, ‘বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে সত্যিই আনন্দিত। প্রথমদিনই আমাকে স্বাগত জানানো হয়েছে। ভীষণ উপভোগ করেছি। বিশ্বাস করি এই স্কোয়াড নিয়ে আমরা দারুণকিছু অর্জন করতে পারব। পরের মৌসুম নিয়ে আমি রোমাঞ্চিত।’