আর্সেনালকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার দৌড়ে টিকে রইলো টটেনহ্যাম
ইংলিশ লিগে টেবিলের ৪ নম্বর দল আর্সেনাল ও ৫ নম্বর দল টটেনহ্যামের মধ্যেকার লড়াইয়ে ৩-০ ব্যবধানে জয় তুলে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যান্থনিও কন্তে শীর্ষরা।
কঠিন লড়াইয়ে নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে টটিশরা। যার ফলে ম্যাচের শুরুর দিকে আর্সেনালের ভুলে পেনাল্টি পেয়ে গোল করে এগিয়ে যায় টটেনহ্যাম। ম্যাচের ২২তম মিনিটে টটেনহাম উইঙ্গার দেজান কুলুসেভস্কির বাড়ানো ক্রসে হেড করতে লাফিয়েছিলেন হিউন মিন সন, তবে শূন্যে থাকা অবস্থাতেই তাকে ফাউল করে বসেন আর্সেনাল ডিফেন্ডার সেদরিক সোয়ারেস। সেই ফাউলের ফলশ্রুতিতে পাওয়া পেনাল্টি থেকে টটেনহামকে এগিয়ে দেন হ্যারি কেইন।
এর কিছুক্ষণ বাদে আবারও সহজ সুযোগে দলের হয়ে ব্যবধান দিগুণ করেন হ্যারি কেইন। ম্যাচের ৩৭তম মিনিটে সনের নেওয়া কর্নার থেকে ভেসে আসা বলে টটেনহামের রদ্রিগো বেনতানকুর মাথা ছুঁইয়ে সেটা পাঠান দূরের পোস্টে দাড়িয়ে থাকা কেইনের উদ্দেশ্যে, সেখান থেকে নিচু হেডে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধে নেমেই গোল ব্যবধান ৩-০ করে নেন সন হিউং-মিন। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি আর্সেনাল। বাকি সময় গোল খাওয়া থেকে বিরত থাকায় যেন লক্ষে পরিণত হয় মিকেল আর্তেতার দলের। আক্রমণ ঠেকাতে একের পর পর ফাউল করে শেষ পর্যন্ত ৩ হলুদ ও এক লাল কার্ড দেখতে হয়েছে আর্সেনালের।
এদিকে এই জয়ে সমান ৩৬ ম্যাচ শেষে আর্সেনালের থেকে ১ পয়েন্ট দূরে টটিশরা।