চলতি ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে রান করতে না পারলেও ঠিকই তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ে তান্ডব দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২১ বলে ফিফটি হাঁকিয়েছেন তিনি।
মঙ্গলবার বিকেএসপির ৩ নম্বর মাঠে বাচাঁ মরার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে যায় সাকিবের লিজেন্ডস অব রূপগঞ্জ। সেই ম্যাচে দুর্দান্ত এক ফিফটি সাকিব আল হাসানের। সবমিলিয়ে ২৬ বলে ছয় চার ও তিন ছয়ের মারে ৫৯ রানের ইনিংস এসেছে সাকিবের ব্যাট থেকে। তার ব্যাটিংয়ে ভর করে ৯ উইকেটে ২৯৩ রান সংগ্রহ করে লিজেন্ডস অব রূপগঞ্জ।
সুপার লিগ পর্বের প্রথম দুই ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে দুই ইনিংসে করেছিলেন মাত্র ২১ ও ৮ রান।