খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২৭শে জুলাই ২০২৪

আর্জেন্টিনার বিপক্ষে খেলে বিদায় নেবেন ইতালির ইউরোজয়ী অধিনায়ক কিয়েল্লিনি

0

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইউরো জয়ী ইতালির অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি। আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বুটজোড়া তুলে রাখবেন ইতালিয়ান অধিনায়ক।

আগামী জুনে ওয়েম্বলিতে ম্যারাডোনা কাপে লিওনেল মেসিদের মুখোমুখি হবে ইতালি।
৩৭ বছর বয়সী কিয়েল্লিনির দল ২০১৮ সালের মতো কাতার বিশ্বকাপের বাছাইপর্বের বাধা টপকাতে পারেনি ইতালি।

সোমবার রাতে ইতালিয়ান সিরি ‘আ’ সাসুওলোর বিপক্ষে জয় পায় কিয়েল্লিনির দল জুভেন্টাস। সেই ম্যাচের পরই অবসরের কথা গণমাধ্যমকে জানান এই সেন্টার ব্যাক। কিয়েল্লিনি বলেন, ‘সব ঠিক থাকলে ওয়েম্বলিতে আর্জেন্টিনার বিপক্ষে জাতীয় দলকে বিদায় বলব। আর্জেন্টিনার বিপক্ষে এমন উদযাপনমূলক একটা ম্যাচে অবসর নেয়া দারুণ ব্যাপার হবে ।

২০০৪ সালে ইতালির জার্সিতে অভিষেক হয় কিয়েল্লিনির। আন্তর্জাতিক ফুটবলে ১১৬টি ম্যাচ খেলেছেন এই ইতালিয়ান। জাতীয় দলের হয়ে ৮টি গোল করেছেন এই ডিফেন্ডার। ২০০৪ সালেই জুভেন্টাসে আসেন কিয়েল্লিনি। এক মৌসুম ফিওরেন্তিনায় লোনে খেলা এই খেলোয়াড় জুভেন্টাসের জার্সিতে এখন পর্যন্ত ৪২১টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৭টি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy