প্রতিবছরের মতো এবারও প্লে-অফ এবং ফাইনালের ভেন্যু চূড়ান্ত না করেই প্রথম পর্বের খেলার সূচি প্রকাশ করেছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। অবশেষে জানা গেলো প্লে-অফ ও ফাইনালের ভেন্যু। ইতোমধ্যেই প্রথম পর্বের অর্ধেকেরও বেশি ম্যাচ শেষ।
শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভার পর চূড়ান্ত করা হয়েছে এ চার ম্যাচের ভেন্যু। পূর্ণ গ্যালারির দর্শকদের সামনে কলকাতার ইডেন গার্ডেন্স ও আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে প্লে-অফ ও ফাইনাল।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আইপিএলে নক-আউট পর্বের ম্যাচগুলো হবে কলকাতা ও আহমেদাবাদে। আগামী ২২ মে প্রথম পর্বের খেলা শেষ হওয়ার পর প্লে-অফ ও ফাইনাল ম্যাচে গ্যালারি দর্শক পূর্ণ থাকবে।’
প্লে-অফে অনুষ্ঠিত হয় দুটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ। সাথে আছে ফাইনালের মহারণ। লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে মুম্বাই ও পুনেতে। তবে প্লে-অফ ও ফাইনাল আয়োজন করবে কলকাতা ও আহমেদাবাদ।
আইপিএলের প্লে-অফ শুরু হবে ২৪ মে। প্লে-অফের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। দ্বিতীয় ম্যাচের ভেন্যুও কলকাতা, যা অনুষ্ঠিত হবে ২৬ মে। প্লে-অফের বাকি একটি ম্যাচ হবে আহমেদাবাদে, যেখানে ২৯ মে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল।