গ্যালারিতে ফিরছে শতভাগ দর্শক
বিপিএলের পর চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে গ্যালারিতে সীমিত সংখ্যা দর্শক থাকলেও এবার আফগানদের সাথে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে গ্যালারির দর্শকসংখ্যা উন্নীত করা হচ্ছে শতভাগে।
করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মত স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে ধারণক্ষমতার শতভাগ দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই বিষয়ে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর ইসলাম টিটু বলেন, ‘করোনা সংক্রমণের হার কমায় সরকারের নির্দেশনা মেনেই এই সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। ঢাকায় টি-২০ সিরিজে ফুল হাউজ থাকবে আশা করছি।
সব আসনেই দর্শক রাখার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ১০ হাজারের মতই থাকবে। এখন শেষমুহুর্তে বাড়তি টিকিট ছাপানো একটু ঝামেলার। তবে ঢাকায় আশা করছি ধারণক্ষমতার সমান দর্শক থাকবে।’
চলমান ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।