প্রথম বিশ্বকাপ স্মরণীয় করতে চায় বাংলাদেশের নারীরা
আগামী ৪ ই মার্চ থেকে পর্দা উঠতে চলেছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরের। চার-চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশের মেয়েরা এবারই প্রথমবারের মত খেলতে নামবে ৫০ ওভারের বৈশ্বিক আসর। তাই এবার নিজেদের প্রথম বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মুখিয়ে আছে টাইগ্রেসরা।
সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগ্রেসরা। আর এই ম্যাচে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘বিশ্বকাপের অভিষেক আসর স্মরণীয় করে রাখতে উন্মুখ পুরো বাংলাদেশ শিবির।’
‘আমরা এই বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে চাই। কারণ এটি আমাদের প্রথম বিশ্বকাপ। নিজেদের সেরাটা দিতে চাই এখানে।
আমার মনে হয় অনেক তরুণ খেলোয়াড় আছে যারা ভালো করেছে কয়েক মাসে। অনেক অলরাউন্ডার আছে, তারা শেষ টুর্নামেন্টে ভালো এফোর্ট দিয়েছে। আশা করি, মূল ম্যাচে আমরা ভালো করবো।’
বাংলাদেশের ছেলেরা প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলেছে ১৯৯৯ সালে। অভিষেক আসরেই পাকিস্তানকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল। সেই ধারাবাহিকতায় তামিম-সাকিবরা এখন দাপটের সঙ্গে ওয়ানডে খেলছে।
কিন্তু মেয়েরা এশিয়া কাপ জিতে সর্বোচ্চ সাফল্য অর্জন করলেও ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারছিল না দীর্ঘদিন। সেই অপূর্ণতা ঘুচেছে নিউজিল্যান্ডে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে।