অস্ট্রেলিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। ভারতীয় যুবাদের দেওয়া ২৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯৪ রানে গুটিয়ে যায় অজি যুবারা। ফলে ৯৬ রানে জয় পেয়ে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
বুধবার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান করে ভারত। অধিনায়ক ইয়াশ দুল পেয়েছে সেঞ্চুরির দেখা। এছাড়াও শেখ রশিদ ১০৮ বলে করে ৯৪ রান করেন । অজিদের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন নিসবেট ও সালজমান।
জবাবে ২৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর ক্যাম্পবেল কেলাওয়ে ও মিলারের ৬৮ রানের জুটি ঘুরে দাঁড়ায় অজিরা। কেলাওয়ে করে ৩০ ও মিলার ৩৮ রান।
কেলাওয়ে ও মিলার আউট হলেও লাচলন শোয়ের ৬৬ বলে ৫১ রানের ইনিংসে জয়ের স্বপ্ন দেখালেও শেষপর্যন্ত ৪১.৫ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া যুবারা। এতে ভারত পায় ৯৬ রানের বিশাল জয়। ভারতের পক্ষে ভিকি ওস্তাল নেন তিন উইকেট।
আগামী ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে ভারত। আজ সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে সাউথ আফ্রিকার সঙ্গে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।