বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামে পর্বে স্বাগতিক চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। আগে ব্যাট করতে নেমে সাগরিকার ব্যাটিং উইকেটে হতাশ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস থামে ১৪৩ রানে। জবাবে আন্দ্রে ফ্লেচারের অর্ধশতকে ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিকুর রহিমের দল।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানেই ওপেনার কেনার লুইসকে হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর শুরুর ধাক্কা কাটিয়ে আফিফ হোসেনকে নিয়ে স্কোরবোর্ডে ৬০ রান তোলেন উইল জ্যাকস। নবম ওভারে জ্যাকসকে বোল্ড করে ওই জুটি ভাঙেন থিসারা পেরেরা। ২৩ বলে ২৮ করে বিদায় নেন জ্যাকস।
পরের ওভারেই সেকুগে প্রসন্নকে ছক্কা হাঁকাতে গিয়ে ৪ রানে সাজঘরে ফেরেন সাব্বির রহমান। সাব্বিরের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। থিসারা পেরেরার স্লোয়ার জাদুতে একে একে সাজ ঘরে ফিরেন বেনি হাওয়েল, শামীম পাটোয়ারীরা।
শেষদিকে নাঈম ইসলামে ১৯ বলে ২৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট ১৪৩ রানে থামে বন্দরনগরীর দলটি।
অন্যদিকে বল হাতে খুলনা ৩টি উইকেট নেন থিসারা পেরেরা।
জবাবে ব্যাট করতে নেমে করোনা ধকল কাটিয়ে মাঠে ফেরা সৌম্য সরকার বিদায় নেন মাত্র ১ রানে। এরপর দ্বিতীয় উইকেটে রনি তালুকদারকে ৫০ রানের জুটি করেন আন্দ্রে ফ্লেচার। ধীরগতিতে ১৮ বলে ১৭ রান করা রনিকে শিকারে পরিণত করে সাজ ঘরে ফেরান নাসুম আহমেদ।
এরপর অর্ধশতক করে ফ্লেচার বিদায় নিলেও শেষদিকে মুশফিকের অপরাজিত ৩০ বলে ৪৪ রানের ইনিংস সাথে সেকুগে প্রসন্নের ১৫ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন খুলনা টাইগার্স।