কমনওয়েলথ গেমসের মূল পর্বের টিকেট কাটা হলো না টাইগ্রেসদের
কমনওয়েলথ গেমসে খেলার স্বপ্ন অধরাই থেকে গেলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। হ্যাট্রিক জয়ের পর বাছাইপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২২ রানে হেরে বাছাইপর্ব থেকে বিদায় নিলো টাইগ্রেসরা। আর তাই বার্মিংহামের মূল পর্বের টিকেট নিশ্চিত করলো লঙ্কান নারীরা।
কুয়ালালামপুরের কিনারা ওভাল একাডেমি মাঠে লঙ্কানদের দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১৪ রান তুলতে সক্ষম হয় নিগার সুলতানার দল। মন্থর গতির রানে স্বপ্ন পোড়ায় টাইগ্রেসদের।
ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপি ৩৬, ফারজানা হক পিংকি ৩৯ বলে ৩৩ ও অধিনায়ক নিগার সুলতানা ২১ বলে ২০ রান করেন।
শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করতে চামিরা আত্তাপাতুর ২৮ বলে ৪৮ রান, নিলাকশির ২৮ আর আনুশকার ২০ রানে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রানের লড়াকু পুঁজি পায়।
নাহিদা আক্তার দুটি, সালমা খাতুন, সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ নেন একটি করে উইকেট।
স্কোরবোর্ড:
টস: শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা : ১৩৬/৬ (২০ ওভার)
আতাপাত্তু ৪৮, নিলাকশি ২৮, আনুশকা ২০*; সালমা ৪-০-১৪-১, নাহিদা ৪-০-৩৪-২,
বাংলাদেশ : ১১৪/৫ (২০ ওভার)
মুর্শিদা ৩৬, ফারজানা ৩৩, ;কাঞ্চনা ২-০-১৩-১,আতাপাত্তু ৪-০-১৭-৩)।
ম্যাচ সেরা : চামারি আতাপাত্তু।
ফলাফল: শ্রীলঙ্কা ২২ রানে জয়ী।