খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২৬শে অক্টোবর ২০২৪

সাকিবকে পেছনে ফেলে আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর

0

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বর্ষসেরা হতে পেছনে ফেলেছেন সাকিব বল হাসান,পল স্টার্লিং ও জানেমান মালানকে।

২০২১ সালে বাবর আজম ৬ ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে করেছিলেন ৪০৫ রান। দুটি শতক ও একটি অর্ধশতকও হাঁকিয়েছিলেন তিনি। এ বছর পাকিস্তানের খেলা দুটি ওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ অবদান ছিল বাবরের।

 

 

এছাড়া, ২০২১ সালে ৯ টি ওয়ানডেতে সাকিব আল হাসান ২ ফিফটিতে ৩৯.৫৭ গড়ে রান করেছিলেন ২৭৭। বল হাতে নিয়েছিলেন ১৭ উইকেট।

দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ২০২১ এ খেলা ৮ ম্যাচে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান করেন। যার মধ্যে ২ টি করে সেঞ্চুরি ও ফিফটি ছিল।

২০২১ সালে ১৪ ম্যাচ খেলা পল স্টারলিং সর্বোচ্চ রানের মালিক। এই বছরে ৭৯.৬৬ গড়ে ৭০৫ রান করেছেন এই আইরিশ ওপেনার। তিনটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ২ টি ফিফটিও।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy