বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) অষ্টম আসরের উদ্বোধনী দিনে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে এবারের মিশন চালু করল খুলনা টাইগার্স। আগে ব্যাট করতে নেমে শেহজাদ-মাহমুদউল্লাহদের ক্যামিও ইনিংসে দক্ষিণ অঞ্চলের দলটিকে ১৮৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় রাজধানী ঢাকা। জবাবে দুর্দান্ত লড়াইয়ে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিকের খুলনা টাইগার্স।
মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল এবং মোহাম্মদ শেহজাদ। দুইজনের জুটিতে ৮.১ ওভারে আসে ৬৯ রান। এরপর ব্যক্তিগত ৪২ রানে শেহজাদ সাজ ঘরে ফিরলেও এবারে আসরের প্রথম অর্ধশতক করেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ৭ চারে ৪২ বলে ৫০ করেন তিনি।
তামিমের বিদায়ের পর ইনিংসের বাকি গল্প লেখেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে আভাস দেন ছক্কা ঝড়ের। তবে অবিশ্বাস্যভাবে মেহেদী হাসান কাছে রান আউট হয়ে রাসেল বিদায় নিলে শেষ পযর্ন্ত রিয়াদের ২০ বলে ৩৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে মিনিস্টার গ্রুপ ঢাকা।
জবাবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা টাইগার্স। দলীয় মাত্র ৮ রানেই ভাঙে তাদের উদ্বোধনী জুটি। শুভাগত হোমের বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফিরেন তরুণ ব্যাটার তানজিদ হাসান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে রনি তালুকদারকে সঙ্গে নিয়ে ঢাকার বোলাদের উপর চড়াও ক্যারিবিয় ব্যাটার আন্দ্রে ফ্লেচার। তার ২৩ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংসে শুরু ৮ ওভারেই ৮০ রান তুলে খুলনা।
এরপর স্বদেশী ক্রিকেটার আন্দ্রে রাসেল বলে ক্যাচ তুলে ফ্লেচার বিদায় নিলে তৃতীয় উইকেটে ব্যাট করতে নামা মুশফিকুর রহিম তেমন সুবিধা করতে না পারায় কিছু টা চাপে পড়ে খুলনা টাইগারস। এরপর ম্যাচ সেরা রনি তালুকদারের ৬১ রানের ইনিংস ও শেষ দিকে লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা ঝড়ো ব্যাটিংয়ে ৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই এবারের আসরের প্রথম জয় পায় খুলনা।
স্কোর:
মিনিস্টার ঢাকা : ১৮৩/৬ (২০ ওভার) তামিম ৫০, শাহজাদ ৪২, রিয়াদ ৩৯; রাব্বি ৪৫/৩, পেরেরা ২৭/১
খুলনা টাইগার্স : ১৮৬/৫ (১৯ ওভার) রনি ৬১, ফ্লেচার ৪৫, পেরেরা 6২*; এবাদত ২৭/২, রাসেল ৪২/২