বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়ে দারুন শুরু করলো ফরচুন বরিশাল। চট্টগ্রামের ছুঁড়ে দেওয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পোঁছে যায় সাকিবের বরিশাল।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। ফরচুন বরিশালের বোলিং তোপে পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে ফেলে বন্দর নগরীর দলটি। ৬ রানে কেনার লুইস, ১৬ রানে উইল জ্যাক এবং ৬ রানে আফিফ সাজঘরে ফেরেন। এরপর ৮ বলে ৮ রান করে আউট হয়েছেন সাব্বির রহমানও।
তবে শেষ দিকে বেনি হাওয়েলের ২০ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে চট্টগ্রামের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ১২৫ রানে। অন্যদিকে বরিশালের হয়ে ৩ টি উইকেট শিকার করেন আলজারি জোসেফ।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানেই ভাঙে বরিশালের উদ্বোধনী জুটি। মিরাজের বলে বোল্ড হয়ে মাত্র ১ রান করে সাজ ঘরে ফিরেন নাজমুল হোসেন শান্ত। এরপর দ্বিতীয় উইকেট ব্যাট করতে নেমে তেমন কোন সুবিধা করতে না পারায় দলীয় ২৮ রানে সাজঘরে ফিরেন সাকিবও।
এরপর ধারাবাহিক বিরতিতে উইকেট পড়লেও সহজ জয়ের লক্ষ্যেই ছিল বরিশাল। তবে ৯২ রানের মাথায় মিরাজের জোড়া উইকেট ও একটি রান আউটে চাপে পড়ে বরিশাল। যদিও শেষ দিকে জিয়াউর রহমান ও ডুয়াইন ব্রাভোর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ উইকেট হাতে রেখেই এবারের আসরে বিপিএলে নিজের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে ফরচুন বরিশাল।
অপরদিকে বল হাতে মাত্র ১৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাচ সেরা হলেন চট্টগ্রামের দলপতি মেহেদি হাসান মিরাজ।
স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১২৫/৮ (২০ ওভার) হাওয়েল ৪১, জ্যাকস ১৬, নাঈম ইসলাম ১৫, শামীম ১৪; জোসেফ ৩২/৩ নাঈম ২৫/২, সাকিব ৯/১
ফরচুন বরিশাল : ১২৬/৬ (১৮.৪ ওভার) সৈকত ৩৯, জিয়া ১৯*, শুক্কুর ১৬, হৃদয় ১৬, ব্রাভো ১২*; মিরাজ ১৬/৪, মুগ্ধ ২৫/১