সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে মধ্যাঞ্চলের নাটকীয় জয়
ইন্ডিপেন্ডেনস কাপে নিজেদের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেল ওয়ালটন মধ্যাঞ্চল। সাকিব-মোসাদ্দেকের বোলিং নৈপুণ্যে এদিনে ১৭৭ রানের সামান্য পুঁজি নিয়েও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২২ রানে হারিয়েছে তারা।
সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ওয়ালটন মধ্যাঞ্চল। আগে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে তারা। দলীয় মাত্র ১৫ রানেই সাজ করে ফিরে তাদের টপ অর্ডারের তিন ব্যাটার। এরপর ইনিংসের হাল ধরেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন।
দু’জনের জুটিতে ১২৩ রানে পৌঁছায় লংগার ভার্সনের চ্যাম্পিয়নরা। যদিও ৪৩.২ ওভারে ১৭৭ রানে থামতে হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দলকে। মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৩৭ করেন মিঠুন। অন্যদিকে পূর্বাঞ্চল হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন রুবেল হোসেন ও রেজাউর রহমান রেজা।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পূর্বাঞ্চল। আবু হায়দারের বলে উইকেটরক্ষক মিঠুনের হাতে ক্যাচ দিয়ে রানের খাতার খোলার আগেই সাজ ঘরে ফিরেন মোহাম্মদ আশরাফুল। এরপর দ্বিতীয় উইকেট রনি তালুকদার ও অধিনায়ক ইমরুল কায়েসের ৬৪ রানের জুটিতে জয়ে পথে এগোতে থাকে পূর্বাঞ্চল।
৪৮ বলে ২৫ রান করে কায়েস এবং ৬০ বলে ৩৮ রান করে রনি আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। এরপরও মিডল অর্ডারে ইরফান শুক্কুর ৩১ ও নাদিফ চৌধুরী ৫৪ বলে ২৪ রানের ইনিংসে ম্যাচেই ছিল পূর্বাঞ্চল। কিন্তু ৭ বলের ব্যবধানে ৮ রানে শেষ তিন উইকেট হারিয়ে ২২ রানের হার দেখেন আশরাফুলরা।
স্কোর:
ওয়ালটন মধ্যাঞ্চল: ১৭৭ (ওভার ৪৩.২) মিঠুন ৩৭, মিজানুর ৩৬; রেজাউর ৩-২১
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: ১৫৫ (ওভার ৪৭.১) রনি ৩৮, শুক্কুর ৩১; সৌম্য ২/৪