সিডনি টেস্টে নাটকীয় ড্র
অ্যাশেজ সিরিজের পিংক টেস্টে হার এড়াল ইংল্যান্ড। পঞ্চম দিনে ইংলিশ ব্যাটাররা ধৈর্য্যের পরিচয় দিয়ে সিডনি টেস্টে ড্র করেছে। ৩৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৭০ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ টেস্টে দিনের শেষ ঘণ্টায় ম্যাচ জমে ওঠে। ৯২তম ওভারে ইংল্যান্ডের শেষ ভরসা জনি বেয়ারস্টো আউট হলে অষ্টম উইকেট হারায় ইংল্যান্ড। তখন ১০ ওভারের বেশি বাকি ম্যাচের। অস্ট্রেলিয়া সিরিজে টানা চতুর্থ জয়ের সুবাস পাচ্ছিলো। কিন্তু সেই সুবাস পেতে দেন নি সফরকারীরা। ম্যাচের শেষ মুহুর্তে মানসিক ধৃঢ়তার পরিচয় দিয়ে ৯ উইকেট হারিয়েও ড্র করে ইংল্যান্ড।
Match drawn 🏏
A riveting game comes to an end as England survive with one wicket remaining 👏#WTC23 | #Ashes pic.twitter.com/qrTwtoZMwp
— ICC (@ICC) January 9, 2022
ইংল্যান্ডের ক্রলির ব্যাট থেকে আসে ৭৭, বেন স্টোকস ৬০। আর বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ৪১। অস্ট্রেলিয়ার পক্ষে স্কট বোল্যান্ড ৩টি আর লায়ন ও প্যাট কামিন ২টি করে উইকেট নেন।
সিডনিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৪১৬ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৬৫। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯৪ রানে অলআউট হয়।
ম্যাচে জোড়া সেঞ্চুরির জন্য সেরা খেলোয়াড় হয়েছেন উসমান খাজা। ১৪ জানুয়ারি হোবার্টে হবে সিরিজের শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড: (৪র্থ টেস্ট)
টস: অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৪১৬/৮ ডি. (৭০ ওভার)
খাজা ১৩৭, স্মিথ ৬৭
ব্রড ১০১/৫, রুট ৩৬/১
ইংল্যান্ড ১ম ইনিংস : ২৯৪/১০ (৭৯.১ ওভার)
বেয়ারস্টো ১১৩, স্টোকস ৬৬,
বোল্যান্ড ৩৬/৪, কামিন্স ৬৮/২
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২৬৫/৬ ডি. ( ৬৮.৫ ওভার)
খাজা ১০১*, গ্রীন ৭৪, লাবুশানে ২৯ ; লিচ ৮৪/৪, ওড ৬৫/২
ইংল্যান্ড ২য় ইনিংস : ২৭০/৯ ( ১০২ ওভার)
ক্রাউলি ৭৭, স্টোকস ৬০, বেয়ারস্টো ৪১ ; বোল্যান্ড ৩০/৩, লায়ন ২৮/২, কামিন্স ৮০/২
ম্যাচ সেরা : উসমান খাজা
ফলাফল: ড্র