টি-টোয়েন্টিতে মাঠেই শাস্তি, নতুন নিয়ম আনলো আইসিসি
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন নিয়ম আনছে আইসিসি। ‘স্লো ওভার’ রেটের জন্য মাঠেই থাকছে শাস্তির বিধান। তবে জরিমানা বহাল থাকছে আগের মতোই।
আইসিসির দেওয়া সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, ইনিংস শুরুর আগেই যেকোনো দলকে জানিয়ে দেওয়া হবে একটি নির্দিষ্ট সময়। এর মধ্যেই শেষ ওভার শুরু করতে হবে। সেটা না করতে পারলে পেনাল্টি দেওয়া হবে দলটিকে। শাস্তি হিসেবে ইনিংসের বাকি সময় ত্রিশ গজের বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে তাদের।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজিত দ্য হান্ড্রেডে এই নিয়মের সফল ব্যবহার দেখে আন্তর্জাতিক ক্রিকেটেও এই নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও পানি পানের বিরতি দেওয়া হবে।
এই সংশোধিত নতুন নিয়ম চালু হতে যাচ্ছে আগামী ১৬ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। মেয়েদের টি-টোয়েন্টিতেও একই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া আর যদি কোনো দলের ইনিংস ১০ বা তারও কম ওভারে সম্পন্ন হয়, তখন এই নিয়ম প্রযোজ্য হবে না।