বার্সা থেকে অ্যাস্টন ভিলায় কোতিনিয়ো
দলবদলের মৌসুম শুরু হতে না হতেই বার্সেলোনা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন ফিলিপ কোতিনিয়ো। বার্সেলোনার জার্সি গায়ে খেলেছেন ১০৬ টি ম্যাচ।
বার্সা ও ভিলা কতৃপক্ষ শুক্রবার পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তি অনুযায়ী কোতিনিয়োর বেতনের একটা অংশ দেবে অ্যাস্টন ভিলা।
Philippe Coutinho’s set to join Aston Villa on loan from Barcelona, done deal and here-we-go! Agreement completed after direct contact today morning 🇧🇷🤝 #AVFC
Loan until end of the season. Aston Villa will pay main part of the salary. Announcement today as per @tjuanmarti. #FCB pic.twitter.com/O4a93ftszY
— Fabrizio Romano (@FabrizioRomano) January 7, 2022
২০১৮ সালে ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে লিভারপুল থেকে বার্সেলোনায় যান কোতিনিয়ো। আগের মৌসুমে বার্সেলোনা থেকে পিএসজিতে চলে যাওয়া সুপারস্টার নেইমারের শূন্যস্থান পূরণে ক্লাব মোটা অঙ্ক খরচ করে তাকে দলে ভেড়ায়। কিন্তু নিজের জাতকে তেমন চেনাতে পারেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৬ ম্যাচ খেলে ২৬টি গোল করেন কোতিনিয়ো।
কাতালান ক্লাবটির জার্সিতে দুটি করে লা লিগা ও কোপা দেল রে জিতেছেন ।
মৌসুমের শেষ পর্যন্ত ধারে অ্যাস্টন ভিলায় খেলবেন তিনি। মৌসুম শেষে চাইলে কোতিনিয়োকে পুরোপুরি কিনে নিতে পারবে বার্মিংহামের ক্লাবটি।