আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হাফিজ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। এর মধ্য দিয়ে দেশের হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এই কিংবদন্তী। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন ৪১ বছর বয়সী হাফিজ।
২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এক দিনের ম্যাচে অভিষেক হয়েছিল হাফিজের। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ম্যাচে খেলা হাফিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
হাফিজ পাকিস্তানের জার্সি গায়ে ৫৫টি টেস্ট খেলেছেন। ওয়ানডে খেলেছেন ২১৮টি। এছাড়াও ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে হাফিজের ঝুলিতে রয়েছে ১২ হাজার ৭৮০ রান। বল হাতে টেস্টে নিয়েছেন ৫৩ উইকেট, ওয়ানডেতে ১৩৯টি এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬১ উইকেট। অলরাউন্ডার পারফর্ম্যান্সে নিজের ক্যারিয়ারে মোট ৩২ বার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।
হাফিজের অধিনায়কত্বে পাকিস্তান ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানের আসন্ন পিএসএলে তিনি লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন।