দক্ষিণ আফ্রিকা সিরিজে রোহিতের স্থলাভিষিক্ত রাহুল
বিরাট কোহলিকে সরিয়ে ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে ডানহাতি ওপেনার রোহিত শর্মাকে। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারনে খেলা হচ্ছে না অধিনায়ক হিসেবে প্রথম সিরিজটা। দক্ষিণ আফ্রিকা সিরিজে তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আরেক ওপেনার লোকেশ রাহুল।
দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে রাহুলের সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে।
এদিকে, প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াদ ও ভেঙ্কটেশ আইয়ার। চার বছর পর ওয়ানডেতে ফিরলেন রবিচন্দ্র অশ্বিন।
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২১ ও ২৩ তারিখ হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋতুরাজ গাইকোয়াদ, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ভেংকটেশ আইয়ার, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান , জুজভেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ (সহ.অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দ্বীপক চাহার, প্রাসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজ।