কনওয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড
টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে শনিবার ভোরে। টসে জিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় মুমিনুল। কিইউই ব্যাটার ডেভ কনওয়ে পেয়েছেন সেঞ্চুরির দেখা।
বে ওভাল মাউন্ট মঙ্গানুইতে টসে জিতে ফিল্ডিয়ে নেমে বল হাতে শুরুটা ভালো করেছিলো বাংলাদেশ। দলীয় মাত্র ১ রানেই অধিনায়ক টম লাথামকে (১) সাজঘরে ফেরান শরিফুল ইসলাম।
এরপর ১৩৮ রানের জুটি গড়েন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। ৫২ রান করে রানআউট হয়ে সাজঘরে গেছেন ইয়ং। মঙ্গানুইতে আবার প্রতিরোধ গড়ার চেষ্টা করে কনওয়ে-টেলর।
একে একে বাংলাদেশি বোলারদের ছন্নছাড়া আক্রমণে সুযোগ নিয়ে উইকেটে নিজেদের জমিয়ে ফেলেন দুই কিউই ব্যাটার রস টেলর ও ডেভন কনওয়ে। দলীয় ৬৬ ওভারে ১৩১ রানের তাদের সেই জুটিতে ফাটল ধরান টাইগার পেসার শরিফুল।
এখন পর্যন্ত ১ম টেস্টের তৃতীয় সেশন শেষে নিউজিল্যান্ড ৩ উইকেটে ১৮৯। ৬৭ ওভারের বিনিময়ে। ১০১ রানে অপরাজিত আছেন ডেভ কনওয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
টস: বাংলাদেশ
১ম টেস্ট (১ম দিন-৩য় সেশন):
নিউজিল্যান্ড: ১৮৯/ ৩; ৬৭ ওভার
উইল ইয়াং ৫২, টেলর ৩১, কনওয়ে ১০১*, শরিফুল ১৭-৫-৪১-২, মেহেদি ২৩-৭-৫২-০
এক নজরে একাদশ:
বাংলাদেশ– সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড– টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্ট।