খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৪ঠা নভেম্বর ২০২৪

প্রথম দিনটা নিউজিল্যান্ডের

0

টেস্ট চ্যাম্পিয়নশীপের অধীনে নতুন বছরের প্রথম দিনেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান।

মাউন্ট মঙ্গানুয়েতে প্রথম দিনেই স্বাগতিক নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন কিউই টপঅর্ডার ব্যাটার ডেভন কনওয়ে। দিনের শেষটা করেন টাইগারা পেসার এবাদত হোসেন। টম ব্লান্ডকে ১১ রানে বোল্ড করে তাকে বিদায় করে শেষ সেশনের সমাপ্তি দেন আম্পায়াররা।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের চতুর্থ ওভারে শরিফুল ইসলামের করা বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম।

দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে দলকে টানতে থাকেন উইল ইয়াং। এরপর ১৩৮ রানের জুটি গড়েন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। ৫২ রান করে রানআউট হয়ে সাজঘরে ফিরেন তিনি।

দিনের দ্বিতীয় সেশন থেকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টেলর-কনওয়ে। একে একে বাংলাদেশি বোলারদের ছন্নছাড়া আক্রমণে সুযোগ নিয়ে উইকেটে নিজেদের জমিয়ে ফেলেন দুই কিউই ব্যাটার রস টেলর ও ডেভন কনওয়ে। দলীয় ৬৬ ওভারে ১৩১ রানের তাদের সেই জুটিতে ফাটল ধরান টাইগার পেসার শরিফুল।

বছরের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ডেভ কনওয়েকে ফেরান বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। পার্ট টইমার মুমিনুলের বলে লিটনের গ্লাভসে বল দেওয়ার আগে ১২২ রান করেন কিইউই এই ব্যাটার।

৬৩ বলে ৩২ রান করে অপরাজিত থাকা হেনরি নিকোলস দ্বিতীয় দিনে ৮৭.৩ ওভার থেকে ব্যাট করতে নামবেন। বাংলাদেশের পক্ষে শরিফুল নিয়েছেন দু’টি উইকেট। মুমিনুল এবং এবাদত নিয়েছেন একটি করে।

স্কোরবোর্ড:
টস: বাংলাদেশ

১ম টেস্ট; ১ম দিন
নিউজিল্যান্ড : ২৮৫/৫ ; ৮৭.৩ ওভার
ইয়াং ৫২, কনওয়ে ১২২, নিকোলস ৩২* ; শরিফুল ২০-৫-৫৩-২, ইবাদত ১৫.৩-৩-৫৩-১, মুমিনুল ৩-০-৫-১

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy