২য় টেস্টের দলে নাঈম শেখ
চট্টগ্রাম টেস্টে ওপেনারদের বাজে পারফরম্যান্সে টেস্ট দলে প্রথমবারের মত ডাক পেলেন টি-টোয়েন্টি দলের নিয়মিত ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। একই সঙ্গে চোটের কারণে চট্টগ্রাম টেস্ট থেকে বাদ পড়া সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে নিয়ে ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৪ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথম টেস্টের স্কোয়াড থেকে কাউকে বাদ না দিয়ে দ্বিতীয় টেস্টে ২০ জনের বিশাল বহর টাইগারদের। চট্টগ্রামে ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লাগার পর টেস্ট থেকে ছিটকে যাওয়া ইয়াসির আলি চৌধুরিও আছেন দলে।
দ্বিতীয় টেস্টে বাংলাদশে দল:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ।