খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪

ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন

0

ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার রাতে প্যারিসে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসির হাতে পুরস্কারটি তুলে দেয় ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’।

ছয়টি ব্যালন ডি’অর জিতে সবচেয়ে বেশিবার বর্ষসেরা হওয়ার রেকর্ড ছিলো মেসিরই দখলে। এবার সপ্তমবার জিতে নিজেকে আরো উচ্চতায় নিয়ে গেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই পুরস্কার জেতাতে মেসির ধারে কাছেও নেই এখন। মেসির পর দ্বিতীয় সংখ্যকবার এই পুরস্কার পাঁচবার জিতেছেন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো।

নিজের সপ্তম ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে মেসি পেছনে ফেলেছেন রবার্ট লেভানদোস্কি ও জর্জিনহোকে। ফ্রান্সের বিখ্যাত ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ দিয়ে থাকে ফুটবলারদের ব্যক্তিগত অর্জনে সবচেয়ে মর্যাদার পুরস্কারটি। ম্যাগাজিনটির সম্পাদকীয় টিম ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঠিক করে দেয়। প্রকাশিত সেই তালিকা থেকে সেরা খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব পড়ে সাংবাদিকদের। ফুটবল খেলুড়ে দেশগুলো থেকে বাছাই করা সাংবাদিকরা তাদের ভোটের মাধ্যমে নির্বাচন করেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেরা খেলোয়াড়।

এবারের ব্যালন ডি’অরে কে কত পয়েন্ট পেলেন:

১) লিওনেল মেসি: ৬১৩ পয়েন্ট

২) রবার্ট লেভানদোস্কি: ৫৮০ পয়েন্ট

৩) জর্জিনহো: ৪৬০ পয়েন্ট

৪) করিম বেনজেমা: ২৩৯ পয়েন্ট

৫) এনগোলো কান্তে: ১৮৬ পয়েন্ট

৬) ক্রিস্টিয়ানো রোনালদো: ১৭৮ পয়েন্ট

৭) মোহাম্মদ সালাহ: ১২১ পয়েন্ট

৮) কেভিন ডি ব্রুইনা: ৭৩ পয়েন্ট

৯) কিলিয়ান এমবাপ্পে: ৫১ পয়েন্ট

১০) জিয়ানলুইজি ডোন্নারুম্মা: ৩৬ পয়েন্ট

১১) আর্লিং হালান্ড: ৩৩ পয়েন্ট

১২) রোমেলু লুকাকু: ২৬ পয়েন্ট

১৩) জর্জো কিয়েল্লিনি: ২৬ পয়েন্ট

১৪) লিওনার্দো বোনুচ্চি: ১৮ পয়েন্ট

১৫) রাহিম স্টার্লিং: ১০ পয়েন্ট

১৬) নেইমার: ৯ পয়েন্ট

১৭) লুইস সুয়ারেস: ৮ পয়েন্ট

১৮) সিমোন কায়ের: ৮ পয়েন্ট

১৯) মেসন মাউন্ট: ৭ পয়েন্ট

২০) রিয়াদ মাহরেজ: ৭ পয়েন্ট

২১) ব্রুনো ফার্নান্দেস/লাওতারো মার্তিনেজ: ৬ পয়েন্ট

২৩) হ্যারি কেইন: ৪ পয়েন্ট

২৪) পেদ্রি: ৩ পয়েন্ট

২৫) ফিল ফোডেন: ২ পয়েন্ট

২৬) নিকোলো বারেল্লা/রুবেন দিয়াস/জেরার্ড মোরেনো: ১ পয়েন্ট

২৯) সেজার আজপিলিকেতা/লুকা মদ্রিচ: ০ পয়েন্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy