২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত
২০২৪ সাল থেকে পরবর্তী আট বছরের জন্য বিশ্বকাপসহ বিভিন্ন ইভেন্টের আয়োজকের নাম প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।
২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন বাংলাদেশ ফের ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের লাল-সবুজের দেশ।
আইসিসির নতুন চক্রে একাধিক আসরের দায়িত্বের ভার বেশি ভারতের উপর। এককভাবে একটি ও যৌথ ভাবে দুইটি আসর আয়োজন করবে তারা। এছাড়া ৮ বছরের এ চক্রের আসর আয়োজনে আইসিসির সহযোগী দেশ সহ থাকছে নতুন নতুন দেশের নাম।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজনের দায়িত্ব ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কাঁধে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করবে পাকিস্তান। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হবে দেশটিতে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে হবে ভারত ও শ্রীলঙ্কায়।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া এই তিন আফ্রিকান দেশে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের লড়াই।
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ফের ২০২৮ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে যৌথ ভাবে নিউজিল্যান্ডের সাথে। এরপর ২০২৯ এর চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করবে ভারত।
অন্যদিকে, ২০১৪ সালে সবশেষ এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ। এছাড়া সর্বপ্রথম ১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপের একক আয়োজকও ছিল বাংলাদেশ।