খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪

বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী সিরিজের স্পন্সর সেনোরা

 

২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজে স্পন্সর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে সেনোরা, পাওয়ার্ড বাই হিসেবে আছে রুচি।

স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘মেয়েদের ক্রিকেটে আমরা খুব বেশি স্পন্সরশিপ পেয়েছি, এমন খুব একটা মনে করতে পারছি না। উনারা এগিয়ে এসেছেন স্পন্সরশিপের ব্যাপারে, আমার মনে হয় মেয়েরা এটা ডিজার্ভ করেছে। তারা সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলেছে। মেয়েদের ক্রিকেট দেশে বা দেশের বাইরেও আলোচিত হয়েছে। একটা সম্ভাবনা তৈরি হয়েছে মেয়েদের ক্রিকেটেও। ’

বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের দিকে খুব বেশি আলোচনা হয় না। ব্যক্তিগতভাবে ক্রিকেটাররাও ছেলেদের মতো স্পন্সর হন না। এ ব্যাপারটিও নতুনভাবে মূল্যায়ন করার কথা জানিয়েছেন স্কয়ার টয়ালেট্রিজের হেড অব মার্কেটিং জেসমিন জামান।

তিনি বলেন, ‘সেরকম সুযোগ থাকলে আমরা এভিলুইয়েড করবো। যাত্রা তো মাত্র শুরু হলো। যেকোনো ব্র্যান্ড স্পন্সর করতে গেলে তারা আশা করে যে এটার বিপরীতে ফল আসবে। তেমন যদি আসে, তাহলে আমরা ইতিবাচকভাবে মূল্যায়ন করবো। ’

শুধু মেয়েদের ক্রিকেটে নয়, বিসিবি এখন স্পন্সর পাচ্ছে বিভিন্ন জায়গায়। ৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর জাতীয় ক্রিকেট লিগ, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটেও স্পন্সর পাওয়া গেছে। এতদিন স্পন্সর পাওয়া যায়নি এসব টুর্নামেন্টে। এখন কী বদলে গেল?

জানতে চাইলে বিসিবি পরিচালক ফাহিম সিনহা বলেন, ‘আগের বিষয় তো আমি বলতে পারবো না। যেহেতু এরকম একটা সিরিজে সুযোগ ছিল। আমরা এপ্রোচ করেছি, পেয়েছি। যোগাযোগটা গুরুত্বপূর্ণ। কীভাবে আমরা প্রচারটা করবো, এটা উনাদেরকে বোঝালে হয়। ’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু , স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy