ড্র হল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ একাদশ প্রস্তুতি ম্যাচ
পাঁচজন ভিন্ন বোলার উইকেট পেয়েছেন, হাসান মুরাদ করেছেন হ্যাটট্রিক। ৭ উইকেটে ২৫৩ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৮৭ রান করার পর ম্যাচ ড্র ঘোষণা হয়।
২ ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ একাদশ। দিনের তৃতীয় ওভারে প্রথম উইকেট পান তাসকিন আহমেদ। তার বলে জশুয়া ডরনে ক্যাচ তুলে দেন মেহেদী হাসান মিরাজের হাতে।
ইনিংসের নবম ওভারে হাসান মাহমুদ পান নিজের দ্বিতীয় উইকেট। ৬ রান করা জর্ডান জনসনকে বোল্ড করেন তিনি। এক ওভার পর ফের উইকেটের দেখা পান তাসকিন আহমেদ। ২৩ বলে ৩০ রান করার পর মেলিইউয়াস ক্যাচ দেন শরিফুলের হাতে।
৩৮ রানে ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ আরও চাপে পড়ে শরিফুল উইকেট পেলে। তার বলে এলবিডব্লিউ হন কিমানি লিমলাচ। চাপ সামলে এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ।
এবার তাদের বাধা হন মেহেদী হাসান মিরাজ। ৩৭ বলে ২০ রান করা জাস্টিন গ্রেভিসকে ফেরান তিনি। পরের ওভারেই হ্যাটট্রিক করে ফেলেন আরেক স্পিনার হাসান মুরাদ। টেস্টে এখনও অভিষেকের অপেক্ষায় তিনি।
ড্যানিয়েল ব্যাকফোর্ডকে এলবিডব্লিউ করে প্রথম উইকেট পান তিনি। পরের ব্যাটার নাভিন বিদাইসি হন বোল্ড। এরপর চাইম হোল্ডারকে এলবিডব্লিউ আউট করে হ্যাটট্রিক হয় হাসান মুরাদের। ম্যাচ ড্র ঘোষণা করা হয় তারপরই।