সেমিফাইনাল থেকে আর একধাপ দুরে নিউজিল্যান্ড
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে ৫২ হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইলো নিউজিল্যান্ড। ফিলিপস-নিশামের ঝড়ো ব্যাটিংয়ে ১৬৩ রানের লড়াকু পুঁজি পায় কিউইরা। জবাবে বোল্ট-সাউদি বোলিং তোপে ১১১ রানে থামতে হয় নামিবিয়াকে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা অতটা ভালো করতে পারেননি দুই ওপেনার। ডেভিড ভিসার বলে মাত্র ১৮ বলে ১৮ করে সাজ ঘরে ফিরেন ওপেনার মার্টিন গাপটিল। ১৫ বলে ১৯ রান করে ফেরেন মিচেল। এরপর রানের গতি কমার সাথেসাথে নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারাতে থাকে কিউইরা।
১৬ ওভারে চার উইকেটের বিনিময়ে উঠেছিল মাত্র ৯৬ রান। তবে, শেষ চার ওভারে ফিলিপস-নিশামের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৬৩।
জবাবে ব্যাট করতে নেমে ধীরগতির ব্যাটিংয়ে শুরুটা গুছানোই করে দুই নামিবিয়ান ওপেনার। দলীয় ৪৭ রানের মাথায় মাইকেল ভ্যান লিঙ্গেন আউট হওয়ার পরে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে নামিবিয়ার।১০২ রানের মধ্যে ৫ উইকেট পড়ে তাদের। নামিবিয়ার শেষ ভরসা ডেভিড ভিসার বিদায়ের পর নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ দাঁড়ায় ১১১ রান। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট শিকার করেন বোল্ট ও সাউদি।
স্কোর:
নিউজিল্যান্ড: ১৬৩/৪, ২০ ওভার (ফিলিপস ৩৯*, নিশাম ৩৫*, উইলিয়ামসন ২৮, শোলজ ১/১৫, এরাসমাস ১/২২, ভিসা ১/৪০)
নামিবিয়া: ১১১/৭, ২০ ওভার ( ভ্যান লিঙ্গেন ২৫, গ্রিন ২৩, বার্ড ২১, সাউদি ২/১৫, বোল্ট ১/২০, নিশাম ১/৬)