পাকিস্তান সিরিজে অনিশ্চিত সাকিব আল হাসান-সাইফ উদ্দিন
ইনজুরির কারণে চলমান টি-২০ বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও বোলার সাইফউদ্দিন। দ্রুত সেরে উঠতে না পারায় ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব ও সাইফের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান সাকিব। অন্যদিকে পিঠের পুরোনো চোটের কারণে দল থেকে বাদ পড়েন সাইফ। আজ এক বিবৃতিতে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান,
”সাকিবের পুরোপুরি ফিট হতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগবে। আর প্রায় ৬ সপ্তাহ পার মাঠে দেখা যেতে পারে সাইফউদ্দিনকে। তাই বলার বাহুল্য দেশের মাটিতে অনুষ্ঠিত পাকিস্তান সিরিজ মিস করবে দুইজন।
আগামী ১৯ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। পরের দুই টি-২০ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২২ নভেম্বর। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট।