শেষ ম্যাচের অপেক্ষায় ভারত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দাপুটে জয় পেলো ভারত। ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্যে ৮১ বল হাতে রেখেই রান রেট বাড়িয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইলো বিরাট কোহলির দল।
দুবাইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে পড়ে মাত্র ৮৫ রানেই অলআউট হয় স্কটিশরা। স্কটল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার জর্জ মুনশী। অন্যদিকে ভারতের হয়ে মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা তিনটি করে ও জাসপ্রিত বুমরাহ দুটি উইকেট শিকার করেন।
জবাবে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমেও ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। মাত্র ১৮ বলে ৫০ রান করে এ আসরের দ্রুততম অর্ধশতকের মালিক বনে যান লোকেশ রাহুল। রোহিত ও রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৬.৩ ওভারেই ৮ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে বিরাট কোহলি দল।
স্কোরঃ
স্কটল্যান্ড : ৮৫/১০ (১৭.৪ ওভার) মানসি ২৪, লিস্ক ২১; জাদেজা ১৫/৩, শামি ১৫/৩, বুমরাহ ১০/২
ভারত : ৮৯/২ (৬.৩ ওভার) রাহুল ৫০, রোহিত ৩০;
ওয়াট ২০/১, হোয়েল ৩২/১