খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১লা আগস্ট ২০২৫

উরুগুয়েকে গুঁড়িয়ে কোপার ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল

মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই ফেভারিট ব্রাজিল উরুগুয়েকে গুঁড়িয়ে ফের ফাইনাল নিশ্চিত করেছে। নয় আসরের মধ্যে আটবারই তারা শিরোপা উৎসব করেছে।

দশম সংস্করণের সেমিফাইনালে আজ (বুধবার) উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাও মেয়েরা।
দাপুটে এই জয়ে তারা এক ঢিলে দুটি পাখি শিকার করল। একইসঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল।

ছেলেদের ফুটবলে সময়টা ভালো না গেলেও মেয়েদের ফুটবলে দাপট ধরে রেখেছে ব্রাজিল।
কুইটোয় বাংলাদেশ সময় আজ সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে এই প্রতিযোগিতায় টানা পঞ্চম ফাইনালের দেখা পেয়েছে ব্রাজিল।

এর আগে টানা চারবার ফাইনাল উঠে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা।

এখন পর্যন্ত এই প্রতিযোগিতার ৯টি আসর মাঠে গড়িয়েছে, যার মধ্যে আটবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা।
মাঝে একবার আর্জেন্টিনা শিরোপা জেতায় একটু ছন্দপতন হয়েছিল ব্রাজিলের।

উরুগুয়েকে গুঁড়িয়ে কোপার ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল

এখন দলটির অপেক্ষা নবম শিরোপা ঘরে তোলার। ফাইনালে আগামী শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

এবারের ফাইনাল অবশ্য আগের আসরের ফাইনালকেই যেন মনে করিয়ে দিচ্ছে।
২০২২ কোপা আমেরিকার ফাইনালেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল–কলম্বিয়া। ফাইনালে স্বাগতিক কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।

ইকুয়েডরের রাজধানী কুইটোতে উরুগুয়েকে পাত্তাই দেয়নি ব্রাজিল। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল প্রথমার্ধের ২৭ মিনিটের মধ্যেই আদায় করে নেয় ৩ গোল।
আধা ঘণ্টা পেরোনোর আগে ৩ গোল এগিয়ে গিয়ে ম্যাচ একরকম শেষও করে দেয় প্রতিযোগিতার সফলতম দলটি।

উরুগুয়েকে গুঁড়িয়ে কোপার ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল

বিরতির পর শুরুতে আত্মঘাতী গোলে উরুগুয়ে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। এরপর ব্রাজিল আদায় করে নেয় আরও দুই গোল।
ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন আমান্দা গুতিয়েরেস। একটি করে গোল করেছেন গিও গারবেলিনি, মার্তা ও দুদিনিয়া।

এই জয়ে কোপার ফাইনাল নিশ্চিতের পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নিতে যাওয়া ১৬ ফুটবল দলের মধ্যেও জায়গা করে নিল ব্রাজিল।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy