খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীর ক্রিকেটারদের বিসিবির আশ্বাস, অনুশীলনে ফেরার অনুরোধ

দুই দিন বিরতির পর আগামীকাল ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। তার আগে আলোচনায় দুর্বার রাজশাহী। নামে দুর্বার হলে অর্থনৈতিকভাবে দুর্বল হিসেবেই পরিচিতি পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গ্রুপ পর্বের খেলা মাঝের দিকে চলে আসলেও এখনও পর্যন্ত কোনো পারিশ্রমিক পাননি রাজশাহীর ক্রিকেটাররা।

এ অবস্থায় ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সিলেট স্ট্রাইকার্সের ম্যাচকে সামনে রেখে আজ (বুধবার) অনুশীলনে যোগ দেওয়ার কথা বললেও পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন করতে অস্বীকৃতি জানায় বেশ কয়েকজন ক্রিকেটার।

মূলত, বুধবার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ পরিশোধ করার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিটির। কিন্তু বেলা গড়ালেও তা না পাওয়ায় হতাশ হন ক্রিকেটাররা।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক-দেড় দিন সময় চাওয়া হলেও অনুশীলনে যোগ দিতে চাননি ক্রিকেটাররা, যা নিয়ে তৎক্ষনাৎ শোরগোল পরে যায় পুরো দেশের ক্রিকেট প্রেমীদের মাঝে।

তবে দিনের শেষ সময় মিলেছে সুখবর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পারিশ্রমিকের ২৫ শতাংশ ক্যাশ এবং ২৫ শতাংশ চেকের মাধ্যমে দেওয়ার কথা জানানো হয়েছে বিজয়-তাসকিনদের। আর এর নিশ্চয়তা দিয়ে ক্রিকেটারদের অনুশীলনে ফেরার জন্য অনুরোধ করেছেন বিসিবি সভাপতি।

মূলত, রাজশাহী অধিনায়ক বিজয়কে আগামীকাল ৫০ শতাংশ পারিশ্রমিক দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন বিসিবি সভাপতি। এসব জটিলতার জন্য সারাদিন ঢাকাতেই ছিলেন বিজয়।

চট্টগ্রামে আগামীকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এখন শেষ পর্যন্ত কাল পারিশ্রমিক পায় কিনা সেটাই দেখা বিষয়।

সাধারণত, প্রতিটি দলকেই বিপিএল শুরুর আগে বিসিবির কাছে ন্যূনতম ১ থেকে ২ কোটি টাকা জমা রাখার নিয়ম রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ে তা করতে ব্যর্থ হলে রাজশাহীর জন্য সময় বাড়িয়ে এবং টাকার পরিমাণ কমিয়ে দিয়েছিলো বিসিবি। তারপরও ক্রিকেটারদের প্রাপ্য টাকা দিতে ব্যর্থ হয় দলটি।

উল্লেখ্য, এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে দুর্বার রাজশাহী। চার পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বিজয়-তাসকিনরা।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy