চট্টগ্রাম থেকে আবারো বিসিবির পরিচালক হতে যাচ্ছেন আকরাম খান- আ জ ম নাছির
বিসিবির নির্বাচনের বাকি ১০ দিন। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের এখনও বাকি আছে ৪৮ ঘন্টা। তিন ক্যাটাগারিতে মোট মনোনয়ন তুলেছিলেন ৩২ জন। কিন্তু এরই মধ্যে মনোনয়নপত্র তুলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন সাতজন।
বিসিবি নির্বাচনে চট্টগ্রাম বিভাগের দুই কাউন্সিলর আ জ ম নাছির উদ্দীন এবং আকরাম খান এবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চট্টগ্রাম বিভাগ থেকে বর্তমান পরিচালক আ জ ম নাছির এবং আকরাম খানের বিপক্ষে আর কেউ মনোনয়ন পত্র তোলেননি। ক্যাটাগরি-১ থেকে বিভাগীয় শহরগুলোর প্রতিনিধি হিসেবে আগামী চার বছর বোর্ডের পরিচালনা পরিষদে থাকবেন তারা।
এছাড়াও আরো চার বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন ৫ জন। এরা হলেন, খুলনা বিভাগ থেকে শেখ সোহেল, কাজী ইনাম, সিলেট থেকে শফিউল আলম চৌধুরী নাদেল, বরিশালের আলমগীর খান আলো আর রংপুর থেকে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। তাদের বিভাগ আর কেউ মনোনয়নপত্র না তোলায় এরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।