অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে অধিনায়ক সল্ট
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডেতেও তার খেলা নিয়ে আছে সংশয়। তার জায়গায় প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে যাচ্ছেন ফিল সল্ট। আর ওয়ানডের ক্ষেত্রে সম্ভাব্য হিসেবে রয়েছেন হ্যারি ব্রুক।
৩৩ বছর বয়সী বাটলার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠের খেলাতে নেই। কারণ কাফ ইনজুরি। দ্য হান্ড্রেডের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কাফ ইনজুরি থেকে তখনও সেরে উঠতে পারেননি। যার ফলে দ্য হান্ড্রেড থেকে ছিটকে যান। ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে কোয়ার্টার ফাইনালেও খেলার ইচ্ছা ছিল। কিন্তু ইনজুরি আরও গুরুতর আকার ধারণ করায় এখন বাকি গ্রীষ্মেই আর তার ফেরা হচ্ছে না!
অজিদের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বুধবার সাউদাম্পটনে। ওয়ানডে শুরু ১৯ সেপ্টেম্বর। তবে ইংল্যান্ড আশা করছে ওয়ানডে সিরিজে হয়তো একটা পর্যায়ে তিনি খেলতে পারবেন।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: ফিল সল্ট ( অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মুজলে, জেমি ওভারটন, আদিল রশিদ, রিচ টপলি, জন টার্নার।
ওয়ানডে স্কোয়াড: জশ বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিচ টপলি, জন টার্নার।