খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪

১১টি ছক্কা, একটিও চার নয়—হেটমায়ারের বিরল বিশ্বরেকর্ড

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে ব্যাট হাতে ঝড় বইয়ে দিয়েছেন শিমরন হেটমায়ার। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শেষ হওয়া ম্যাচে তার ৩৯ বলে ৯১ রানের ইনিংসে ছিল ১১টি ছক্কা। কিন্তু এই বিধ্বংসী ইনিংসের পথে একটিও চার মারেননি ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান! এতে অদ্ভুত এক বিশ্বরেকর্ডও হয়েছে।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে হেটমায়ারের তাণ্ডবে ২০ ওভারে ২৬৬ রান তোলে গায়ানা। রান তাড়ায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসও দুর্দান্ত শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা ১৮ ওভারে ২২৬ রানে অল-আউট হয়। আন্দ্রে ফ্লেচার ৩৩ বলে ৯ ছক্কা ও ৪ চারে করেন ৮১ রান। ফ্লেচারের ইনিংসে চার থাকলেও হেটমায়ারের ইনিংসে ছিল না।

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত ইনিংসে ১১ বা এর বেশি ছক্কার নজির আছে ৭৭টি। কিন্তু হেটমায়ারই প্রথম, যিনি ১১টি ছক্কা মারলেও কোনো চার মারেননি। ব্যক্তিগত ইনিংসে কোনো চার ছাড়া সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটিই। ২০১৮ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৬৩ বলে ১০৪ রানের ইনিংসে ১১ ছক্কা ও ১টি চার মারেন ক্রিস গেইল।

সিপিএলে বোলারদের দুঃস্বপ্নের এই ম্যাচে ম্যাচে দুই দল মিলিয়ে মোট ছক্কা হয়েছে ৪২টি। ইনিংস শেষে টিভি সাক্ষাৎকারে মজা করে হেটমায়ার বলেন, ‘চেষ্টা করছিলাম চার মারতে, কিন্তু কাজ হলো না।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy